খাল ও নদীর নাম: ১। যমুনা নদীর শাখা আমতলী দিয়ে আবুডাঙ্গার কোল ঘেষে কুল কুল করে বয়ে গেছে কালীগঙ্গা নদীর সিমানা পর্যন্ত ।এর ভাঙ্গন খুব ভয়ানক রাতারাত্রীর মধ্যে জিয়নপুর ইউনিয়নের প্রায় ৯/১০টি গ্রামকে সর্বহারা করে দিয়েছে।মানুষ নেমে আসে দরিদ্র সিমার নিচে।এরই আর একটি শাখা জিয়নপুর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে গেছে খলসী ইউনিয়নের সীমানা পর্যন্ত।এই পদ্মা এবং যমুনা দুই জিয়নপুর ইউনিয়ন পরিষদের লোক জনদের ঘিরে রেখেছে নৈরশ্যোর কালো ছায়ার মতো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস